আন্তর্জাতিক

মসজিদে গিয়ে মুসলিমদের যে প্রতিশ্রুতি দিলেন ট্রুডো

কানাডার উইনিপেগের একটি মসজিদ ও ইসলামিক সেন্টারে হামলার পর ঘটনাস্থলে পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এ সময় তিনি মুসলিম কমিউনিটির নেতাদের সঙ্গে মসজিদে গিয়ে দেখা করে তাদের নিরাপত্তার প্রতিশ্রুতি দেন।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জাস্টিন ট্রুডো বলেন, সম্প্রতি উইনিপেগের একটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনা পুরো সম্প্রদায়কে নাড়া দিয়েছে। আমি মুসলিম কমিউনিটির নেতাদের সঙ্গে দেখা করেছি। আমরা তাদের নিরাপত্তা রক্ষা ও ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছি। প্রার্থনাস্থলে কাউকে ভয় অনুভব করতে হবে না। খবর: কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (সিবিসি)।

সিবিসি কানাডার খবরে এক প্রতিবেদনে বলা হয়েছে, উইনিপেগের ওয়েস্ট এন্ডের একটি মসজিদে গত সপ্তাহে ভাঙচুরের চেষ্টা করা হয়েছে। পবিত্র রমজান মাসে এমন ঘটনায় মুসলিম সম্প্রদায়ের লোকেরা ভীত হয়ে পড়েছে।

স্থানীয় পুলিশ জানায় যে, মঙ্গলবার (২ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে এলিস এভিনিউ মসজিদ, জামিয়া মসজিদ আবু বকর আল-সিদ্দিক এবং কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে।

এ সময় মসজিদ প্রাঙ্গণে অস্ত্রসহ প্রবেশের চেষ্টা করেন দুই ব্যক্তি। তখন তাদেরকে আটকে দেন মসজিদের স্বেচ্ছাসেবকরা। এরপর ওই ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় পুলিশ প্রধান জেনসন মিশালিসেন বলেন, পুলিশ এই ঘটনার তদন্ত করছে। এতে কেউ আহত হয়নি বা কিছু চুরি হয়নি।

এই ঘটনার পর সেখানকার মুসলিম বাসিন্দারা উদ্বিগ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button