৯৯৯ নম্বরে ফোন, উদ্ধার করা হলো ২০০ লঞ্চযাত্রীকে।
ফেরির সঙ্গে ধাক্কা লেগে আশিক এন্টারপ্রাইজ নামের একটি লঞ্চ পদ্মার চরে গিয়ে ছিটকে পড়েছে। রবিবার (১৮ আগষ্ট) রাত পৌনে ৮টায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে এ ঘটনা ঘটে। এক লঞ্চযাত্রী ৯৯৯ নম্বরে ফোন করলে লঞ্চের দুইশ জন যাত্রীকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টে কাঁঠালবাড়ী ঘাটগামী রাণীক্ষেত ফেরির সঙ্গে শিমুলিয়া ঘাটগামী লঞ্চের ধাক্কার ঘটনা ঘটেছে।বিআইডব্লিউটিএয়ের শিমুলিয়া ঘাট পরিদর্শক সোলেমান জানান, মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাট থেকে দুইশ জন যাত্রী নিয়ে আশিক এন্টারপ্রাইজ নামের লঞ্চটি মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটের দিকে আসছিল। পথে লৌহজং চ্যানেল সরু হওয়ায় কাঁঠালবাড়ী ঘাটগামী ফেরির সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটি পদ্মার চরে ছিটকে পড়ে। লঞ্চটি ক্ষতিগ্রস্ত হয়নি।