চামড়ার দাম কমা বিচ্ছিন্ন ঘটনা, সামগ্রিক চিত্র নয় : শিল্পসচিব

শামীমা আক্তার
কিছু চামড়া নষ্ট হওয়া, দাম কমে যাওয়া এগুলো বিচ্ছিন্ন ঘটনা। সামগ্রিক চিত্র নয় বলে মন্তব্য করেছেন শিল্প সচিব আব্দুল হালিম। দুপুরে বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন এবং বাংলাদেশ ফিনিশড লেদার এন্ড লেদার গুডস, ফুটওয়্যার এক্সপোর্টস এসোসিয়েশন নেতাদের সাথে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরীতে বৈঠক করে এমন কথা বলেন।
এসময় তিনি জানান চামড়া শিল্প নগরী চামড়া সংগ্রহে সম্পুর্ণ প্রস্তুত। সকলে মিলে চামড়া সুষ্ঠু ভাবে সংগ্রহ করবেন বলে আশা তার।এসময় ট্যানারি মালিক বিএফ এল এল এফ ই এ নেতারা অভিযোগ করেন আড়তদাররা রপ্তানি করার লোভে আমাদের সাথে সব পঞ্চাশ বছরের ব্যবসায়িক সম্পর্ক নষ্ট করতে চাচ্ছেন।ব্যবসা ভাল হলে আড়তদারদের সব বকেয়া শোধ করে দেবেন বলে আশ্বাস দেন তারা। আড়তদাররা জানিয়েছেন তারা বাকি চামড়া বেচবেন না এই বিষয়ে জানতে চাইলে টানার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক বলেন, চামড়া নগদে বিক্রি হয় না। তাছাড়া চামড়া বিক্রি হয় ব্যক্তিগত ব্যবসায়িক সম্পর্কে র ভিত্তিতে। এখানে এসোসিয়েশনের করার কিছু নেই।আগামীকাল থেকে সারা দেশের আড়ত থেকে ট্যানারি মালিকরা চামড়া কেনা শুরু করবেন। গুণগত মান ভাল থাকলে সরকার নির্ধারিত দামেই তারা চামড়া কিনবেন বলে জানান তিনি।