আন্তর্জাতিক

নিখোঁজ রুশ জেনারেলকে দেখা গেল মস্কোতে

রাশিয়ায় ওয়াগনার গ্রুপের বিদ্রোহের পর থেকে নিখোঁজ এক রুশ জেনারেলকে এই প্রথম দেখা গেছে অনলাইনে প্রকাশিত এক ছবিতে।
সের্গেই সুরুভিকিন ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের খুবই ঘনিষ্ঠ ছিলেন বলে মনে করা হয়। প্রিগোশিন গত মাসে এক বিমান বিধ্বস্ত হয়ে মারা যান। রাশিয়ায় এরকম অনেক রিপোর্ট পাওয়া যাচ্ছিল যে ওয়াগনার বিদ্রোহের সঙ্গে সম্ভাব্য সম্পর্কের বিষয়ে জেনারেল সুরুভিকিনের বিরুদ্ধে তদন্ত চলছে।
কিন্তু ইউক্রেনে রাশিয়ার এই সাবেক অধিনায়ককে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ছবিতে এখন প্রকাশ্যে দেখা যাচ্ছে। জেনারেল সের্গেই সুরুভিকিন প্রকাশ্যে এসেছেন। তিনি বেঁচে আছেন, সুস্থ আছেন, মস্কোতে তার বাড়িতে পরিবারের সঙ্গেই আছেন।
ছবিটা তোলা হয়েছে সোমবার টেলিগ্রাম চ্যানেলে, ছবিটি পোস্ট করে লিখেছেন রাশিয়ার একজন নামকরা গণমাধ্যম ব্যক্তিত্ব কেসেনিয়া সোবচাক।
এই ছবিটি আসল কিনা তা বিবিসি এখনো যাচাই করে দেখতে পারেনি। ছবিতে জেনারেল সুরুভিকিনকে সানগ্লাস পরে লাল চুলের এক নারীর হাত ধরে হেঁটে যেতে দেখা যাচ্ছে। এই নারী দেখতে জেনারেলের স্ত্রী আনার মতোই মনে হচ্ছে।
রাশিয়ার এক সাংবাদিক আলেক্সেই ভেনেডিক্টভও পৃথকভাবে টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন- ‘জেনারেল সুরুভিকিন বাড়িতে তার পরিবারের সঙ্গেই আছেন। তিনি এখন ছুটিতে আছেন, এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত আছেন।’
ভাড়াটে সেনাদল ওয়াগনারের সৈন্যরা ২৩ এবং ২৪ জুন এক বিদ্রোহে যোগ দেয়। তারা মস্কোর দিকে অগ্রসর হবে বলে হুমকি দিচ্ছিল।
গত ২৩ অগাস্ট মস্কোর কাছে একটি বিমান বিধ্বস্ত হয়ে প্রিগোশিন এবং আরও নয় জন নিহত হয়। এই ঘটনা নিয়ে তীব্র জল্পনা-কল্পনা চলছিল। বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর থেকেই অবশ্য রাশিয়ায় ওয়াগনারের নেতা প্রিগোশিনের মৃত্যু সময়ের ব্যাপার বলে বর্ণনা করা হচ্ছিল।
জেনারেল সুরুভিকিনকে সর্বশেষ প্রকাশ্যে দেখা গিয়েছিল ওয়াগনার বিদ্রোহের সময় এক ভিডিওতে। সেখানে তিনি বিদ্রোহ থামানোর জন্য সৈন্যদের প্রতি আহ্বান জানাচ্ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button