আন্তর্জাতিক

মোদিকে চরম মূল্য দিতে হবে: ইমরান খানের হুশিয়ারি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতশাসিত কাশ্মীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদক্ষেপ একটি ‘কৌশলগত ভুল’ আর এজন্য চরম মূল্য দিতে হবে তাকে । পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সফরে গিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজফফরাবাদে যান। সেখানকার আইন পরিষদের এক বিশেষ অধিবেশনে এসব কথা বলেন ইমরান খান।

ইমরান খান বলেন, ‘নরেন্দ্র মোদি কৌশলগতভাবে ভুল করেছেন। তিনি তার শেষ কার্ডটি আগেই খেলে ফেলেছেন। তারা এখন কাশ্মীরকে আন্তর্জাতিক ইস্যু বানিয়ে ফেলেছে। ভারতীয় সংবিধান থেকে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া অনুচ্ছেদ ৩৭০ বাতিলের প্রেক্ষিতে এসব কথা বলেন তিনি।

আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে কাশ্মীরের একজন প্রতিনিধি হিসেবে বর্ণনা করে ইমরান খান বলেন, যে কোন দুর্ঘটনার বিরুদ্ধে হুঁশিয়ারি জানান। পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এপিপির খবর, প্রধানমন্ত্রী তার ভাষণে কাশ্মীরের আইন পরিষদকে জানিয়েছেন, ভারত আজাদ কাশ্মীরে হামলা চালানোর পরিকল্পনা করছে।

ভারতের পক্ষ থেকে যেকোনো হুমকি মোকাবিলার জন্য পাকিস্তান সরকার এবং সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে বলে ইমরান খান আইন পরিষদকে জানিয়েছেন। অন্যান্য বছরের তুলনায় পাকিস্তান এবার তার স্বাধীনতা দিবসকে ভিন্নভাবে উদযাপন করছে। এই দিনটিকে তারা ‘কাশ্মীর সংহতি দিবস’ হিসেবে পালন করছে।

এই উপলকক্ষ্যে সরকারের পক্ষ থেকে নতুন একটি লোগো প্রকাশ করা হয়েছে যাতে লেখা হয়েছে ‘কাশ্মীর বনেগা পাকিস্তান’ অর্থাৎ কাশ্মীর হবে পাকিস্তান। পাকিস্তানের প্রধান টেলিভিশন চ্যানেলগুলো তাদের পর্দায় এই লোগো ব্যবহার করছে।

এবারের ঈদ এবং স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হচ্ছে না বলে বিবিসির উর্দু বিভাগ জানাচ্ছে। ১৫ই অগাস্ট ভারতের স্বাধীনতা দিবসকে ‘কালো দিবস’ হিসেবে পালন করবে পাকিস্তান।

এ সময় সরকারি বেসরকারি ভবনগুলোতে পতাকা অর্ধনমিত রাখা হবে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button