জাতীয়

সড়ক পথে ঈদে বাড়ি ফেরা মানুষের ভোগান্তির জন্যে দুঃখ প্রকাশ সেতুমন্ত্রীর

সড়ক পথে ঈদ যাত্রায় যাত্রী ভোগান্তির কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তবে তার দাবি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ছাড়া বাকি সবগুলো রাস্তায় মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে।

এদিকে ঈদ যাত্রার শেষ দিনে রাজধানীর বাস টার্মিনালে যাত্রী চাপ অনেকটাই কম। ভাড়া নিয়ে অভিযোগ নেই যাত্রীদের।বাসের জন্য যাত্রীদের অপেক্ষা নয় বরং যাত্রীর জন্যই বাসের অপেক্ষা। ঈদ যাত্রার শেষ দিনে রাজধানীর বাস টার্মিনাল গুলোতে এমন দৃশ্যই দেখা গেছে। টার্মিনালের বেশির ভাগ বাসই ছিলো ফাঁকা। তাই যে কজন যাত্রী এসেছেন বাসে উঠতে তাড়াহুড়ো করতে হচ্ছেনা তাদের।শনিবার যে সব গন্তব্যে যাবার জন্য ৭ থেকে ৮শ টাকা লেগেছে রোববার একই জায়গায় যাবার ভাড়া ২ থেকে তিনশ টাকায় কমে এসেছে।

এদিকে সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পর্যবেক্ষণে এসে সড় পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়কে ঈদ যাত্রীদের ভোগান্তির দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। মন্ত্রী বলেন, এবছরের ভুল গুলো দ্রুত শুধরে নেয়া হবে। আর আগামি বছর থেকে এধরণের দুর্ভোগ কমে আসবে বলেও আশ্বাস দেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button