সাহিত্য ও বিনোদন

কান উৎসবে দর্শক প্রতিক্রিয়া দেখে কাঁদলেন বাঁধন

কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে ইতিহাস গড়েছে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’।

বুধবার (০৭ জুলাই) পালে দো ফেস্টিভ্যাল ভবনের সাল দুবুসি হলে ফ্রান্সের স্থানীয় ১১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৩টা ১৫ মিনিট) প্রথমবারের মতো সিনেমাটি প্রদর্শিত হয়।

কান উৎসবে দর্শক প্রতিক্রিয়া দেখে কাঁদলেন বাঁধন

প্রদর্শনী শুরুর আগে ‘রেহানা মরিয়ম নূর’ দেখতে দর্শকদের লম্বা লাইন দেখা যায়। সিনেমা শেষে দর্শকরা দাঁড়িয়ে তালি দিয়ে সিনেমা সংশ্লিষ্টদের অভিবাদন জানান। আর তা দেখে খুশিতে চোখের জল ধরে রাখতে পারেনি চলচ্চিত্রটির অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

কান উৎসবে দর্শক প্রতিক্রিয়া দেখে কাঁদলেন বাঁধন

প্রদর্শনী শেষে বলেন, ‘আসলে এই অনুভূতি বলে বোঝাতে পারবো না। অনেকটা ভয়ের মধ্যে ছিলাম।  বিশেষ করে যে সব দর্শকরা সাবটাইটেল দেখে সিনেমাটি বোঝার চেষ্টা করেছেন, তারা যখন আমাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানালেন, বাংলাদেশ নিয়ে প্রশংসা করলেন- এইসব বিষয় কখনো বলে বোঝানো যায় না। আজকে আমি আমার মেয়েকে অনেক মিস করছি। ’

কান উৎসবে দর্শক প্রতিক্রিয়া দেখে কাঁদলেন বাঁধন

 

 

 

 

কানে বাঁধন ও পরিচালক সাদের সঙ্গে আরও অংশ নিয়েছেন ‘রেহানা মরিয়ম নূর’র প্রযোজক জেরেমি চুয়া, সাউন্ড ইঞ্জিনিয়ার শৈব, কালারিস্ট চিন্ময়, প্রোডাকশন ডিজাইনার উজ্জ্বল, সিনেমাটোগ্রাফার তুহিন, একজিকিউটিভ প্রোডিউসার বাবু। প্রদর্শনীর আগে তারা সবাই কানের আকর্ষণীয় লাল গালিচায় হাঁটেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button