এখনো জমে উঠেনি পশুর হাট
ঈদের বাকি আর পাঁচ দিন। রাজধানীর অনেক জায়গায়। হাট বসলেও এখনো জমে উঠেনি বেচা-কেনা। ক্রেতারা বলছেন বৃষ্টির কারনে এবার জমেনি হাট। আবার কেনা বেচা জমে শেষ দিকে।
রাজধানীর বিভিন্ন গরুর হাট ঘুুরে দেখা গেছে, এবার হাটে প্রচুর গরু এসেছে।
ট্রাকে করে গরু নিয়ে দেসগের বিভিন্ন জেলা থেকে গাবতলী গরুর হাটে এসেছেন অনেক গরু বিক্রেতা । গত শুক্রবার রাতে এসে ঢাকায় এসে পৌঁছেছেন তারা। শনিবার সকাল থেকে সোমবার পর্যন্ত ৪০টি গরুর অধিকাংশ বিক্রেতাই বলছেন খুব একটা বিক্রি করতে পারেননি তারা। তাদের মধ্যে একজন হতাশ কন্ঠে জানালেন,
এখনও গরু বিক্রির মুখ দেখতে পারি নাই। কী হবে বুঝতেছি না।
তিনদিন ধরে আছি। মানুষজন এসে গরুর দাম শুনে চলে যায়। হয়ত সামনের দিনগুলোতে বেচা বিক্রি হবে। শুধু রান্নু নয়, গাবতলীর পশুর হাটে এখন পর্যন্ত বিক্রির মুখ দেখেননি অনেকে। তেমনি একজন কুমিল্লার ব্যবসায়ী নাসের।
তিনি বললেন, শনিবার রাতে ঢাকায় এসেছি। গরু নিয়ে আসছি চারটা আমার সঙ্গে আমার এলাকার অনেকেই এসেছেন। তবে আমাদের কারও তেমন গরু বিক্রি হয়নি।
আসার পথে পুলিশের হয়রানির মুখে পড়তে হয়েছিল এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, না। এবার এ ধরনের কিছুর সম্মুখীন আমরা হইনি।
এদিকে রাজধানীর হাটগুলোতে পুলিশের নিরাপত্তা লক্ষ্য করা গেছে। এছাড়া নকল টাকা রোধে দেখা গেছে র্যাবের একটি ছাউনি।
বাজারে গরুর দাম কেমন, এমন প্রশ্নের উত্তরে বাসাবো থেকে আসা এক ক্রেতা জানান, গরুর দাম মোটামুটি। তবে সাড়ে তিনলাখ টাকায় ভালো গরু, তবে লাখের নিচে গরু খুব একটা নেই। থাকলেও ওই ৭০ থেকে ৮০ হাজার।