অর্থ বাণিজ্য
রপ্তানী আয় ৫৪ বিলিয়ন ডলার নির্ধারণকে স্বাগত জানিয়েছে এফবিসিসিআই
চলতি অর্থবছরের জন্যে রপ্তানী আয় ৫৪ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বৃহম্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায় গত বছরের রপ্তানী অর্জনের উপর ভিত্তি করে ১৫ দশমিক২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে্।
এফবিসিসিআই এর মূল্যায়নে বর্তমান বৈশ্বিক বাজার পরিস্থিতি সরকারের বাণিজ্য সহায়ক নীতি, রপ্তানী কারকদের সরবরাহ দক্ষতা ও কারখানার নিরাপত্তা নিশ্চিত করার প্রেক্ষিতে ক্রেতাদের চাহিদা অনুযায়ী এ লক্ষ্যমাত্রা অজৃন সম্ভব।তবে কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য উৎপাদন ব্যয় কমানো ,রপ্তানী উন্নয়ন তহবিল গঠন, ব্যাংক ঋণে সুদের হার কমানোসহ সেবার মান বাগাতে হবে।