খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে দুই দেশে: আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)’র ঘোষণা অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত ও ওমান যৌথভাবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে।

মঙ্গলবার (২৯ জুন) বিকেলে বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে আইসিসি ।

বিবৃতি জানানো হয়, আগমী ১৪ অক্টোবর শুরু হবে এবারের সংক্ষিপ্ত আসরের বিশ্ব আসর। ১৪ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।

আমিরাতের তিনটি ও ওমানের একটি ভেন্যুতে চলবে খেলাগুলো। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, শেখ জায়েদ স্টেডিয়াম, আবু ধাবি, শারজাহ স্টেডিয়াম ও ওমান ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডের নাম ঘোষণা করেছে আইসিসি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা হয়নি। আইসিসি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহীর পাশাপাশি ওমানেও টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচ বসবে।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে আয়োজনের কথা ছিল। যদিও করোনাভাইরাসের প্রকোপে শেষ পর্যন্ত দেশটিতে আয়োজন থেমে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button