অন্যান্য খবর

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম চালাবে সমাজ কল্যাণ মন্ত্রনালয়

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে কাজ করবে সমাজকল্যান মন্ত্রণালয়। পাশপাশি দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তাও দেবে।
রোববার (৪ আগস্ট) বিকালে সচিবালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ জানিয়েছেন, দেশে ডেঙ্গু রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর পাশাপাশি তার মন্ত্রণালয়ও কাজ করছে। বলেন, এ রোগে আক্রান্ত দুস্থও সুবিধা বঞ্চিত রোগীদের জন্য রোগী কল্যাণ সমিতি, হাসপাতাল সমাজসেবা কার্যক্রম ও সমাজসেবা কার্যালয় কে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সহযোগিতার বিষয়ে অগ্রাধিকার দেয়ার নির্দশনা দেয়া হয়েছে। পাশাপাশি অসহায় ও গরীব ডেঙ্গু আক্রান্ত রোগী যারা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেনা এরকম প্রতিটি রোগীর জন্য বিশেষভাবে একটি নির্দিষ্ট পরিমান অর্থ প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয় বৈঠকে।
মন্ত্রি বলেন, সারা দেশের মানুষকে ডেঙ্গু বিষয়ে সচেতন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহন করার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ইউনিয়ন , উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের সকল প্রতিষ্ঠানকে নির্দেশনা দেয়া হয়েছে বলে মন্ত্রী জানান।
মন্ত্রী আরও জানান, ডেঙ্গু রোগের প্রকোপ যতদিন থাকবে ততদিন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এ সহায়তা অব্যাহত থাকবে। গরীব ও অসহায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে দেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button