সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর অঙ্গীকার পুনর্ব্যক্ত
লন্ডন থেকে মোহাম্মদ হোসাইন…
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় তাঁর দৃঢ় অঙ্গীকার পুণর্ব্যক্ত করে বলেছেন, তাঁর ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছুই নেই। তিনি বলেন, আদর্শ নিয়ে জাতির পিতা একদিন দেশ স্বাধীন করেছিলেন তার বাস্তবায়নই আমার একমাত্র লক্ষ্য।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় শনিবার বিকেলে লন্ডনের কেন্দ্রস্থলের ওয়েস্ট মিনিস্টার এলাকার বিখ্যাত সেন্ট্রাল হলে অনুষ্ঠিত এক নাগরিক সভায় একথা বলেন।
এসময় সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী দের বিনা মুল্যে পরীক্ষার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।একই সাথে বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফি ৫শ টাকা নির্ধারিত করার নির্দেশনাও দেন তিনি। লন্ডনের ওয়েস্ট মিনিস্টার সেন্ট্রাল হলে যুক্তরাজ্য আওয়ামীলীগ আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নাগরিক সভা।
৩৯ বছর পর প্রধানমন্ত্রী ওয়েস্ট মিনিস্টার সেন্ট্রাল হলে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী। শুরু হয় স্থানীয় সময় দুপুর একটায়। প্রধানমন্ত্রী অভিযোগ করেন বঙ্গবন্ধু হত্যার বিচার যেন না হয় তার সকল ব্যবস্থা করেছিল তৎকালীন সেনা শাসক জিয়াউর রহমান। স্যার উইলিয়াম থমাস কিউসিকে বাংলাদেশের ভিসা দেয়নি জিয়াউর রহমান। তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের জন্যে লন্ডনে যে কমিশন গঠন হয়েছিল তার প্রধান ছিলেন। প্রধানমন্ত্রীর চিকিৎসা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব গুজব ছড়ানো হচ্ছে তার জবাবে তিনি বলেন, তিনি যতদিন বেঁচে থাকবেন দেশের মানুষের জন্যে কাজ করে যাবেন। আগামী ৫ আগস্ট দ্বিতীয় দফা চোখের চিকিৎসা শেষে ৭ আগস্ট বাংলাদেশের উদ্দেশ্যে লন্ডন ছেড়ে যাবেন। আলোচনা সভায় ফারুক খান ও শাহরিয়ার আলম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।