আন্তর্জাতিক

৩৯ বছর পর লন্ডনের সেন্ট্রাল হলে থাকবেন প্রধানমন্ত্রী

জাতীয় শোক দিবসের আলোচনা সভায় লন্ডনের ওয়েস্ট মিনিস্টার সেন্ট্রাল হলে দীর্ঘ ৩৯ বছর পর প্রধান অতিথি হিসেবে থাকছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।৷ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে আলোচনা সভার আয়োজন করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।তিন আগস্ট এ সভা সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় আওয়ামী লীগ।
এতে ব্রিটিশ মন্ত্রী-এমপিদের অনেকেই উপস্থিত থাকবেন বলে জানান আয়োজকরা।
সবশেষ ১৯৮০ সালে লন্ডনের ইয়র্ক হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীর সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উনচল্লিশ বছর পর আবার লন্ডনে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ আয়োজনে থাকবেন ব্রিটিশ সরকারের অনেকেই।
যুক্তরাজ্য আওয়ামীগের সভাপতি সুলতান শরীফ বলেন, অনুষ্ঠানে ১২ থেকে ১৬ জন মন্ত্রী-এমপি এবং আওয়ামী লীগের ও দেশের বরণ্য ব্যক্তিরা থাকবেন।
যুক্তরাজ্য আওয়ামীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক,
সর্ববৃহৎ অনুষ্ঠান। আমরা অত্যান্ত ভাবগম্ভির পরিবেশে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবকে শ্রদ্ধা জানাতে চাই।
সভায় যোগ দিতে পুরো ইউরোপ থেকে প্রবাসী বাংলাদেশিরা লন্ডনে আসছেন। প্রবাসী নেতাকর্মীদের দাবি, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে নিয়ে শাস্তির ব্যবস্থা করা হোক।
নেতাকর্মীরা বলছেন, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে বঙ্গবন্ধুর যেসব খুনি পালিয়ে আছে তাদের দেশে নিয়ে রায় কার্যকর করার দাবি জানাবো।
প্রায় ষোল দিনের সফর শেষে আগামী চৌঠা আগস্ট দেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button