জাতীয়
এখন থেকে সিটি কর্পোরেশন নিজেরাই মশার ওষুধ আমদানি করবে বলে জানিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

এখন থেকে সিটি কর্পোরেশনে বানান টা ঠিক করো
এখন থেকে সিটি কর্পোরেশন নিজেরাই মশার ওষুধ আমদানি করবে বলে জানিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। ডেঙ্গু মোকাবেলার প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।
সোমবার, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে গণমাধ্যম সম্পাদকদের সাথে এক বৈঠকে একথা বলেন তিনি। এ সময় গণমাধ্যম সম্পাদকরা,ডেঙ্গু প্রতিরোধে বিশেষ সেল রাখার পরামর্শ দেন। বিভিন্ন হাসপাতালে যে ব্যবসা চলছে তা কঠোর হাতে দমন করার ও আহ্বান জানান তারা। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্বনয় করে কাজ করারও পরামর্শ দেন গণমাধ্যমকর্মীরা। বৈঠকে ক্ষতিকর কোন ওষুধ আনা হবে না বলেও জানান উত্তর সিটির মেয়র।