করোনারাজনীতি

করোনায় আক্রান্ত সেলিমা রহমান, হাসপাতালে ভর্তি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বুধবার রাতে সেলিমা রহমানের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। বৃহস্পতিবার বিকেলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শায়রুল কবির আরও জানান, পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সেলিমা রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার চিকিৎসার খোঁজখবর রাখছেন।

২০০১ সালে খালেদা জিয়া সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রী ছিলেন সেলিমা রহমান। সবশেষ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে তাকে দলের ভাইস-চেয়ারম্যান করা করা হয়। পরে তাকে স্থায়ী কমিটিতে আনা হয়। সেলিমা রহমান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বড় বোন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button