জাতীয়
৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঢাকা ও চট্টগ্রাম সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ।
বিআরটিএ‘র চেয়ারম্যানের অপসারণ এবং ঢাকা ও চট্টগ্রামে ৯ হাজার সিএনজি অটোরিকশা নিবন্ধনসহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঢাকা ও চট্টগ্রাম সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ। সকালে জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ৬ দফা দাবি তুলে ধরেন পরিষদের সদস্য সচিব সাখাওয়াত হোসেন দুলাল। তিনি দাবি করেন, গ্যাসের দাম এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার দৈনিক জমা ৯শ‘ টাকার পরিবর্তে ৭শ‘ টাকা করাসহ সরকার নির্ধারিত ফি‘ তে ড্রাইভিং লাইসেন্স প্রদান ও নবায়নের। সংবাদ সম্মেলনে আগামী ৫ আগস্ট বিআরটি‘এর সদর দপ্তর ও যোগাযোগ মন্ত্রনালয়ে স্মারকলিপি পেশ এবং ১ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশের ঘোষণা দেন সংগঠনের নেতারা।