জাতীয়

সহকর্মীর মামলায় গ্রেফতার সাংবাদিক

সহকর্মীর দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেফতার হয়েছেন বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার ইমরান হোসেন সুমন। মহানগর গোয়েন্দা পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ রবিবার (১৯ জুলাই) রাতে তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
জানা গেছে, তারই এক নারী সহকর্মীর করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আরেকজন আসামির ১৬৪ ধারায় জবানবন্দিতে ইমরান হোসেন সুমনের নাম উঠে এসেছে। সুমনকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। গত ১২ জুলাই পল্লবী থানায় দায়ের করা মামলায় ইমরান হোসেন সুমনকে গ্রেফতার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button