নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন অভিযাত্রা শুরু হবে: মনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি বলেছেন, একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। নির্বাচন যাতে ঘোষিত সময়সীমার মধ্যে না হতে পারে, সে উদ্দেশ্যে বিভিন্ন কাজ করছে। এরা ১৯৪৭ সাল থেকে বিরোধিতা করে আসছে। এরা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছে। কিন্তু বাংলাদেশের আপামর জনসাধারণের আকাঙ্ক্ষা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের মধ্যদিয়ে বাংলাদেশে গণতন্ত্রের নতুন অভিযাত্রা শুরু হবে।
মনি আরও বলেন, মানুষ উন্মুখ হয়ে আছে ভোট দেওয়ার জন্য। ১৭ বছর তাদের মনে ভোট দিতে না পারার ক্ষোভ জমে আছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে মানুষের মনে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা সুতীব্র হয়েছে। আর একটি মহল মানুষের এই আকাঙ্ক্ষাকে ধুলিস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত। বিপ্লবের পর থেকেই তারা নানা অজুহাত দেখাচ্ছে। প্রথমে বললো সংস্কারের কথা। যে সংস্কারের কথা বিএনপিই প্রথম বলেছে।
৫ আগস্টের বিপ্লবের অনেক আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা উপস্থাপন করেছেন। সেই ৩১ দফাতেই সব সংস্কার প্রস্তাব রয়েছে। সংস্কার নিয়ে মাঠ গরম করতে না পেরে ওই মহলটি নতুন সংবিধান প্রণয়েনের ধুয়া তোলে। সেখানেও সফল হতে না পেরে তারা এবার পিআর পদ্ধতির জন্য গলাবাজি শুরু করেছে।
নুরুল ইসলাম মনি প্রশ্ন করেন, পিআর কী জিনিস? বাংলাদেশে পিআর পদ্ধতি চালুর বাস্তবতা আছে? বাংলাদেশের মানুষ পিআর বোঝে? পিআর এখন আইসিইউতে, কঠিন এই বাস্তবতা উপলব্ধি করে ওই মহলটি এখন পড়েছে গণভোট নিয়ে। আসলে গণভোট কোনো বিষয় না, তাদের লক্ষ্য নির্বাচনকে বাধাগ্রস্ত করা। তারা মুখে বলছে, ভোটে যাবে না। আবার তলে তলে প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেই দিয়েছেন, বিজয়ী হলে একক সরকার গঠন করবেন না। সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবেন। সুতরাং সব বাধা অতিক্রম করে আমাদের সেই লক্ষ্য বাস্তবায়নের পথে এগিয়ে যেতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে যেমন ঐক্যবদ্ধ হয়েছিলাম, সেভাবে এই নির্বাচনবিরোধী মহলের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হবো, এটাই এখন সময়ের দাবি।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বরগুনা-২ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একবার স্বতন্ত্র, দুবার বিএনপির প্রার্থী হিসেবে তিনি বিজয়ী হন। আসন্ন নির্বাচনের জন্যও প্রাথমিক তালিকায় বিএনপি বরগুনা-২ আসনে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
ভোটারদের প্রতি কী আহ্বান আপনার, এই প্রশ্নের জবাবে নুরুল ইসলাম মনি বলেন, আমার নির্বাচনী এলাকাসহ সারাদেশের ভোটারদের উদ্দেশ্যে আমার তিনটি মেসেজ। প্রথমত, ধানের শীষে ভোট দিন। দ্বিতীয়ত, ধানের শীষে ভোট দিন এবং তৃতীয়ত, ধানের শীষে ভোট দিন।
এই নির্বাচনে আপনার ওয়াদা কী, এই প্রশ্নের জবাবে নুরুল ইসলাম মনি বলেন, আমাদের প্রথম লক্ষ্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার ওপর আমরা জোর দিচ্ছি। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, যত দ্রুত সম্ভব সংস্কারমূলক কাজ সম্পন্ন করে নির্বাচন দিন, কারণ সাধারণ মানুষ নির্বাচন চায়।
তিনি বলেন, আমাদের অন্যতম ওয়াদা বিএনপির রূপরেখা বাস্তবায়ন। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবো। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির আমূল পরিবর্তন করে সুশাসন প্রতিষ্ঠা করবো।
বরগুনা-২ আসনের জন্য কী অঙ্গীকার আপনার? এই প্রশ্নের জবাবে নুরুল ইসলাম মনি বলেন, এই জনপদের জনগণ আমাকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত করেছে। রাস্তা, স্কুল, স্বাস্থ্যসেবা, ব্যাংকিং সেবা, নদীভাঙন রক্ষা ও বিদ্যুৎসহ এমন কোনো ক্ষেত্র নেই যেখানে আমি উন্নয়নের সেবা পৌঁছে দিইনি। জনগণের আমার প্রতি আস্থা ও ভালোবাসা আজও অটুট রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তে আমি আবারও বরগুনা-২ আসনে মনোনয়ন পেয়েছি। এই অঞ্চলের মানুষের পাশে থেকে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষাই আমার অঙ্গীকার।
তিনি বলেন, আমি আমার নির্বাচনী এলাকার মানুষকে টাকা দেইনি, বরং কাজের ব্যবস্থা করে দিয়েছি। আমার অন্যতম প্রধান লক্ষ্য, জনশক্তিকে জনসম্পদে পরিণত করা। অতীতেও যেটা করেছি, বেকারদের প্রশিক্ষণ দিয়ে কাজের ব্যবস্থা করে দিয়েছি। বিদেশে পাঠিয়েছি। এবারও ইনশাআল্লাহ নির্বাচিত হলে প্রশিক্ষণের পরিধি বাড়াবো, দক্ষ জনশক্তিকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দেবো।
প্রসঙ্গেক্রমে তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমীর বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের কর্মঘন্টা কমিয়ে ৫ ঘণ্টা করবেন। তার মানে প্রতিদিন ৮ কোটি কর্মঘন্টার অপচয় হবে। এটা একটা বুদ্ধিভিত্তিক দুর্নীতি। জাতিকে বিভক্ত করার চক্রান্ত। এসব চক্রান্ত আমরা নির্বাচনে বিজয়ের মাধ্যমে প্রতিহত করবো।



