Leadঅপরাধ-আদালতজাতীয়

মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৭

ময়মনসিংহ ও গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। রোববার (৩০ মার্চ) সকালে এসব ঘটনা ঘটে।

আমাদের ময়মনসিংহ প্রতিনিধি জানিয়েছেন, ময়মনসিংহের গৌরীপুরে বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নারী-শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। রোববার (৩০ মার্চ) সকালে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চর শ্রীরামপুর গ্রামের বৈশাখী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই উপজেলার দুর্বারচর ভাঙ্গা গ্রামের ওবায়দুর রহমানের স্ত্রী কুলসুমা খাতুন (৯৫), মানিক মিয়ার স্ত্রী দীলরুবা খাতুন (৪০), ময়মনসিংহ শহরের নাটক ঘরলেন এলাকার সাইফুল ইসলামের দুই মেয়ে রীতি আক্তার ও প্রীতি আক্তার (৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যাত্রীবাহী অটোরিকশাটি উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চর শ্রীরামপুর গ্রাম দিয়ে যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে বৈশাখী মোড় পর্যন্ত আসতেই অটোরিকশার সঙ্গে বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ৪ জন। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, সকালে ৪টি মরদেহ হাসপাতালে আনা হয়। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া আহত অবস্থায় মাহি আক্তার ও শ্যামলী নামের দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

এদিকে আমাদের গাজীপুর প্রতিনিধি জানিয়েছেন, গাজীপুরের কোনাবাড়ীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

রোববার (৩০ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে গাজীপুরের চৌরাস্তা থেকে আসা তাকওয়া পরিবহনের একটি বাস কোনাবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কোনাবাড়ী এলাকায় এই সংঘর্ষে গুরুতর আহত হন অটোরিকশার পাঁচ যাত্রী। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে এক নারীসহ তিনজন নিহত হন। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) আশরাফুল ইসলাম বলেন, কোনাবাড়িতে বাস ও অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই একই পরিবারের সদস্য। মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজ নাউ বাংলা / ৩০ মার্চ ২০২৫/ জেডআরসি

Related Articles

Leave a Reply

Back to top button