আন্তর্জাতিক

​উ. কোরিয়ায় ১০ লাখ ডলারের ওষুধ পাঠাচ্ছে ভারত

উত্তর কোরিয়ায় ১০ লাখ ডলারের ওষুধ পাঠাচ্ছে ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) যক্ষা নিরাময় কর্মসূচির অংশ হিসেবে ভারত এই সহায়তা পাঠাচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড-এর এক প্রতিবেদনে বলা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, উত্তর কোরিয়াতে চিকিৎসা সামগ্রীর সংকটের ব্যাপারে ভারতের সমবেদনা রয়েছে। দেশটিকে ১০ লাখ ডলার সমমূল্যের যক্ষার ওষুধ মানবিক সহায়তা হিসেবে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভারতের কূটনীতিক সূত্রগুলো বলতে চাইছে, উত্তর কোরিয়ার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়ার পাশাপাশি চীনকেও বার্তা দিচ্ছে দিল্লি।

নরেন্দ্র মোদীর শাসনামলের শুরু থেকেই শি জিন পিংয়ের মিত্র কিম জং উনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে ভারত। ২০১৮ সালে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল ভি কে সিংহকে উত্তর কোরিয়া পাঠানো হয়। বিশ বছরে সেটাই ছিল প্রথম কোন‌ও ভারতীয় মন্ত্রীর উত্তর কোরিয়া সফর।

Related Articles

Leave a Reply

Back to top button