অপরাধ-আদালত
৯১ বার পেছাল সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদনের তারিখ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষ করার জন্য এখন পর্যন্ত ৯১ বার তারিখ নিলেন।
আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাবের ) তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের অতিরিক্ত সুপারিন্টেনডেন্ট খন্দকার শফিকুল আলম প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত শেষ করতে দেরি হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন পৃথক দুটি আদালত।