বাংলাদেশ

৮ ধাপে ইউপি নির্বাচনে ভোট পড়েছে ৭২.২০ শতাংশ, ১০০ জনের মৃত্যু

আট ধাপে, চার হাজার ১শ’ ৩৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচনে গড়ে ভোট পড়েছে ৭২ দশমিক ২০ শতাংশ। আর এ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় প্রাণ হারিয়েছেন ১০০ জন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

অশোক কুমার দেবনাথ বলেন, সারাদেশে অষ্টম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জানান, আটটি ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৭১ জন নির্বাচিত হয়েছেন। মোট ৩৯৪টি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে কিছু প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। এরপরও কোথাও কোথাও সহিংস ঘটনা ঘটেছে।

ইভিএমের কারণে কোনো ধীরগতি হচ্ছে না জানিয়ে তিনি বলেন, ইভিএমের জন্য গবেষণাগার নির্মাণ করে প্রতিনিয়ত এগুলো আরও যুগোপযোগী করতে কাজ করতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button