জাতীয়

৬ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা তরুণ আটক

কক্সবাজারের উখিয়া উপজেলায় ছয় হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা তরুণকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (১০ মে) সন্ধ্যায় উপজেলার গয়ালমারা এলাকায় অভিযান চালিয়ে ওই ইয়াবার চালানসহ তাকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য ২৯ লাখ নব্বই হাজার টাকা।

আটক রোহিঙ্গা তরুণের নাম মো. তৈয়ব (১৯)। তিনি উখিয়ার হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাহামুদ বেখারীর ছেলে। তাকে আটকের পর উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব-১৫ সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম বলেন, মাদকদ্রব্য আইনে একটি মামলা  করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button