জাতীয়

৫ দিন পর সাভারের সেই স্কুলে ক্লাস শুরু

সাভারের আশুলিয়ায় শিক্ষক হত্যার ঘটনায় পাঁচ দিন বন্ধ থাকার পর শনিবার (২ জুলাই) খুলেছে হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজ।

শিক্ষকেরা সবাই আসলেও শিক্ষার্থীদের উপস্থিতি সকালে অর্ধেকের কিছু বেশি দেখা গেছে।

শিক্ষার্থীদের ভয় কাটিয়ে ক্লাসে ফেরাতে বাড়ানো হয়েছে টহল পুলিশ।

অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষার্থী জিতু ও তার বাবা রিমান্ডে থাকলেও জিতুর অনুসারীরা এখনো ধরা পড়েনি। এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে শিক্ষার্থীসহ অভিভাবকদের মাঝে।

উল্লেখ্য, শনিবার (২৫ জুন) দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষক উৎপলকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে আঘাত করেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র জিতু। পরে স্থানীয়রা শিক্ষককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার (২৭ জুন) চিকিৎসাধীন অবস্থায় ভোর সোয়া ৫টার দিকে তিনি মারা যান।

Related Articles

Leave a Reply

Back to top button