Leadজাতীয়

৫৩ জুলাইযোদ্ধার গেজেট বাতিল

রংপুর বিভাগের ৫৩ জন জুলাইযোদ্ধার গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (১৭ নভেম্বর) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এর আগে মক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, জুলাই যোদ্ধাদের তালিকা নিয়ে বিভিন্ন অভিযোগ ও অসংগতির পরিপ্রেক্ষিতে সব মিলিয়ে এমন আরো অনেকের গেজেট বাতিল হতে যাচ্ছে। এরই মধ্যে ১২৭ জনের একটি তালিকাও চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই তাঁদের গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি হতে পারে।

এ বিষয়ে কিছু দিন আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ‘আগের তালিকাগুলো (গেজেট) যাচাই-বাছাই হচ্ছে।

বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে এবং পত্র-পত্রিকাতেও এসেছে যে আগের তালিকাভুক্তদের কেউ কেউ জুলাই আন্দোলনে আহত হননি বা আন্দোলনে ছিলেন না। সেগুলো নিয়ে সরকার চিন্তিত।’

এর আগে গত ৩ আগস্ট শহীদদের তালিকা থেকে আটজনের নাম বাতিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। বর্তমানে শহীদের সংখ্যা ৮৩৬ জন।

Related Articles

Leave a Reply

Back to top button