করোনা

৫০ হাজার নিম্নবিত্ত পরিবারকে এক মাস পণ্য সামগ্রী দেওয়া হবে: সাঈদ খোকন

৫০ হাজার নিম্নবিত্ত পরিবারকে এক মাস নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন ।

রোববার (২৯ মার্চ) নগর ভবনের সামনে নিম্নআয়ের মানুষদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সাঈদ খোকন বলেছেন, ইতোমধ্যেই ওয়ার্ড পর্যায় থেকে তালিকা সংগ্রহ করা হচ্ছে। সেই তালিকা অনুযায়ী পরিবারগুলোর কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

”শহরে রিকশাচালকরা আছেন। তাদের যাত্রীও তেমন নেই। এসব দিন আনি দিন খায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা। দিনমজুর, খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়ানোর এ কর্মসূচি চলমান থাকবে।”

তিনি বলেন, আমরা আনন্দিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে সমাজের বিত্তবানরা এগিয়ে এসেছেন। এটা একটা শুভ লক্ষণ। আমরা সবাই মিলে আমাদের গবিব-দুঃখী মানুষদের পাশে দাঁড়াবো। নির্বাচিত মেয়র হিসেবে বলতে চাই, আমরা সবাই দুঃখী মানুষদের পাশে থাকবো। সাধারণ মানুষদের বলতে চাই, আপনারা দয়া করে ঘরে থাকবেন।

Related Articles

Leave a Reply

Back to top button