জাতীয়শিক্ষা-স্বাস্থ্য

৫০টির শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি

২০২২ সালের মা ধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া মোট ২৯ হাজার ৬৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ৫০টিতে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

গতবছরের তুলনায় এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। গত বছর ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পাসের ছিল।

আর অংশ নেয়া মোট ২৯ হাজার ৬৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ৯৭৫টিতে শতভাগ শিক্ষার্থীই পাস করেছে। তবে এই সংখ্যা গত বছরের তুলনায় অনেকটাই কমেছে। গত বছর ৫ হাজার ৪৯৪টি শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠান ছিল।

এ বছর স্কুলের গন্ডি পেরিয়ে মোট ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন শিক্ষার্থী মাধ্যমিকের এই চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছে। এদের মধ্যে পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ।

আজ সোমবার (২৮ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলানয়তনে ফলাফলের বিস্তারিত তুলে ধরে শিক্ষামন্ত্রী জা. দীপু মনি জানান, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেওয়া মোট পরীক্ষার্থী ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৯৮ হাজার ১৯৩ জন এবং ছাত্রী ৯ লাখ ৯৫ হাজার ৯৪৪ জন। অংশ নেওয়া মোট পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন। এর মধ্যে ছাত্র ৮ লাখ ৭০ হাজার ৪৬ জন এবং ছাত্রী ৮ লাখ ৭৩ হাজার ৫৭৩ জন। পাসের হার ৮৭ দশমিক ৪৪। মোট জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ২১ হাজার ১৫৬ জন এবং ছাত্রী ১ লাখ ৪৮ হাজার ৪৪৬ জন।

 

Related Articles

Leave a Reply

Back to top button