অর্থ বাণিজ্য

৪ দিনের সফরে ঢাকায় আইএমএফের নির্বাহী পরিচালক

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর নির্বাহী পরিচালক ড. কৃষ্ণমূর্তি ভি সুব্রামানিয়ান, চার দিনের সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

জানা গেছে, ঋণের বিষয়ে আলোচনার পাশাপশি আইএমএফ’র নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা সফরে আসেন গতকাল সোমবার। আজ মঙ্গলবার থেকে সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইএমএফের নির্বাহী পরিচালক ড. কৃষ্ণমূর্তি ভি সুব্রামানিয়ান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, অর্থসচিব ফাতিমা ইয়াসমিন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খানের সঙ্গে বৈঠক করবেন।

উল্লেখ্য, আইএমএফের কাছে গত জুলাইয়ে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ চায় বাংলাদেশ। আইএমএফও শর্তসাপেক্ষে এই ঋণ দিতে রাজি। জানা গেছে, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঋণের প্রথম কিস্তি ৪৫ কোটি ৪৫ লাখ ৩১ হাজার ডলার পাওয়া যাবে। সাত কিস্তির এই ঋণের সর্বশেষ কিস্তি পাওয়া যাবে ২০২৬ সালের ডিসেম্বরে।

আগামী ২২ ডিসেম্বর তার ঢাকা ত্যাগ করবেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর নির্বাহী পরিচালক ড. কৃষ্ণমূর্তি ভি সুব্রামানিয়ান।

Related Articles

Leave a Reply

Back to top button