সাহিত্য ও বিনোদন

৪ দিনের রিমান্ডে পরীমনি

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আলোচিত নায়িকা পরীমনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ৮টা ২৮ মিনিটে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ আসামি পরীমনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাকে হাজির করে বনানী থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় পরীমনিকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে মামলার তদন্তকার্রী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা।

বৃহস্পতিবার বিকেলে বনানী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর বিরুদ্ধে মামলা করে র‍্যাব।

এর আগে বুধবার (৪ আগস্ট) রাজধানীর বনানী থেকে মাদকসহ ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনিকে আটক করে র‌্যাব।

Related Articles

Leave a Reply

Back to top button