প্রবাসে

৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ৪৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।

তার আগে একই অভিযোগে ১৬ পাকিস্তানি ও ৭ জন ভারতীয় নাগরিকসহ ৬৮ বিদেশিকে আটক করে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।

মালয়েশিয়ার স্থানীয় সময় বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিদেশি নাগরিকদের আটকের ঘটনা ঘটে। বিষয়টি এক বিবৃতির মাধ্যমে জানায় একেপিএস।

বিবৃতিতে জানানো হয়,পর্যটক হিসাবে প্রবেশের দাবি করলেও আটক ব্যক্তিরা ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগোননি। বরং তারা বিমানবন্দরের খাবারের দোকান ও অন্যান্য জায়গায় ঘোরাফেরা এবং বিশেষ কারো জন্য অপেক্ষা করছিলেন বলে সন্দেহ করা হয়।

পরবর্তীতে তাদের কেএলআইএ ইমিগ্রেশন অপারেশন অফিসে নিয়ে যাওয়া হয়। কাগজপত্র যাচাইবাছাই শেষে তাদের আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না দিয়ে নোটিশ টু লিভ (এনটিএল) প্রদান করা হয়।

সংস্থাটি আরও জানায়, ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বোচ্চ সংখ্যক এনটিএল রেকর্ড করা হয়েছে। ১ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে দুই হাজার ৬৫৪ বিদেশিকে পরীক্ষা করেছে কেএলআইএর’র নজরদারি দল, যার মধ্যে ৯০০ জন প্রকৃত পর্যটক না হওয়ায় তাদের প্রবেশের অনুমতি দেয়া হয়নি।

Related Articles

Leave a Reply

Back to top button