খেলা

৪১ বছরে বিশ্বকাপ খেলবেন ডেসকাট

নেদারল্যান্ডস ক্রিকেট দল, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অভিজ্ঞ তারকা ক্রিকেটার রায়ান টেন ডেসকাটকে দলে রেখেছে।

আগামী মাসে হতে যাওয়া বিশ্বকাপে দোলে জায়গা পেলেন ৪১ বছর বয়সী রায়ান টেন ডেসকাট।

২০১৯ সালে বিশ্বকাপ বাছাইপর্বে নেদারল্যান্ডসকে চ্যাম্পিয়ন করার পথে দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন ডেসকাট। তখনই দলের অধিনায়ক পিটার সিলারকে জানিয়েছিলেন, আরেকটি বিশ্বকাপ খেলতে চান তিনি। সেই অনুযায়ীই দলে রাখা হয়েছে তাকে।

তবে স্কোয়াড বাছাইয়ের কাজটা মোটেও সহজ ছিল না বলে জানিয়েছেন নেদারল্যান্ডসের কোচ রায়ান ক্যাম্পবেল। তার ভাষ্য, ‘খুব সম্ভবত, দায়িত্ব নেয়ার পর থেকে এটিই ছিলো সবচেয়ে কঠিন নির্বাচন প্রক্রিয়া।’

তিনি আরও যোগ করেন, ‘আমিরাতে বিশ্বকাপের জন্য অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া দলটিকে নিয়ে আমি রোমাঞ্চিত। কলিন অ্যাকারম্যান দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button