জাতীয়

৪০ শতাংশ মেস ভাড়া মওকুফ কুবি শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে, কুমিল্লা শহরে মেসে বসবাসরত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের মেস ভাড়া ৪০ শতাংশ মওকুফ করা হয়েছে।
মূলত, করোনা পরিস্থিতিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেসে থাকা শিক্ষার্থীরা মেস ভাড়া নিয়ে বিপাকে পড়েন। এ সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা প্রশাসনকে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মেস, মালিক-বাড়িওয়ালাদের নিয়ে বৈঠকে করেন।

বৈঠকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেসগুলোর মতোই শহরের শিক্ষার্থীদের গ্যাস-বিদ্যুৎ বিল সহ মেস ভাড়া ৪০ শতাংশ মওকুফ করার সিদ্ধান্ত হয়। একইসাথে এই মেস ভাড়া করোনা পরিস্থিতিতে যখন থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ তখন থেকে কার্যকর হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান না খোলা পর্যন্ত বহাল থাকার সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নেয়ার পর থেকে আমি সবসময় শিক্ষার্থীদের সুযোগ- সুবিধার কথা ভেবেছি। যখন জানতে পারলাম শিক্ষার্থীদের মেস ভাড়া নিয়ে সমস্যা হচ্ছে তখন সাথে সাথে উদ্যোগ নিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা প্রশাসন, মেস মালিক – বাড়িওয়ালাদের সাথে মিটিং করে করোনা ভাইরাসের কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মেস ভাড়া ৪০ শতাংশ মওকুফ করিয়েছি। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের কথা বিবেচনা করে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেসঙ্গে শুধু কুবি শিক্ষার্থীরাই নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ উদ্যোগকে প্রশংসা করে। পাশাপাশি নিজেদের বিশ্ববিদ্যালয় করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের কল্যাণে কোনো উদ্যােগ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

Related Articles

Leave a Reply

Back to top button