জাতীয়

২ কোটি টাকার টোল আদায়!

সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত-এই ৮ ঘন্টায় প্রায় দুই কোটি টাকার টোল আদায় হয়েছে পদ্মা সেতুতে।

জানা গেছে , আজ মঙ্গলবার ওই সময়ে, সেতুর দুই প্রান্ত মিলিয়ে মোট টোল আদায় হয়েছে ১ কোটি ৮১ লাখ ৪৫০ টাকা।

পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী জানান, এ সময় শুধু মাওয়া প্রান্তে টোল আদায় হয় ১ কোটি ১৩ লাখ ৬৪ হাজার টাকা।

মো. আমিরুল হায়দার চৌধুরী বলেন, ‘মাওয়া প্রান্তে ৭টি বুথ দিয়ে টোল আদায় করা হয়। আট ঘন্টায় এখান দিয়ে ১৩ হাজার ৮৮৬ টি যানবাহন পার হয়। এরমধ্যে মটরসাইকেল ছিল ৫ হাজার ৮৬১টি। অন্যদিকে, জাজিরা প্রান্ত দিয়ে ৪ হাজার ৮৪৭টি যানবাহন পার হয়। এরমধ্যে মটরসাইকেল ছিল মাত্র ৩১৩টি।’

সকালে যানবাহনের কিছুটা চাপ থাকলেও সবাই নির্বিঘ্নে সেতু পার হতে পেরেছেন বলে জানান আমিরুল হায়দার চৌধুরী।

 

Related Articles

Leave a Reply

Back to top button