জাতীয়

২৯ নাবিক নিয়ে ইউক্রেন বন্দরে আটকা বাংলাদেশি জাহাজ

ইউক্রেনের অলভিয়া সমুদ্র বন্দরে আটক পড়েছে ২৯ জন বাংলাদেশি নাবিক। বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে কর্মরত এসব নাবিক যুদ্ধ শুরুর আগে পণ্য নিয়ে ওই বন্দরে যান। তারপর থেকেই তারা সেখানে আটকে আছেন।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে জাহাজে থাকা বাংলাদেশি নাবিক ওমর ফারুক তুহিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ শিপিং করপোরেশনের ওয়েবসাইট থেকে জানা গেছে মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি থেকে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজটি ইউক্রেনে অবস্থান করছে বলে ।

নাবিক তুহিন হোয়াটস অ্যাপে যোগাযোগ করে জানান, ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে ২৯ জন নাবিক আছেন। তাদের সবাই বাংলাদেশি। ইউক্রেন যুদ্ধ শুরুর পর অলভিয়া বন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তারা এখন আতঙ্কের মধ্যে জাহাজে অবস্থান করছেন। এই মুহূর্তে জাহাজ নিয়ে কোথাও যাওয়ার সুযোগ নেই তাদের কাছে।’

তিনি জানান, জাহাজে বর্তমানে যে পরিমাণ খাবার আছে তা দিয়ে তারা অন্তত ১০/১৫ দিন টিকে থাকতে পারবেন। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে খাদ্যসঙ্কট ও হামলার শিকার হওয়ার শঙ্কায় রয়েছেন নাবিকরা।

উল্লেখ, বাংলার সমৃদ্ধি বাংলাদেশ শিপিং করপোরেশনের একটি নতুন জাহাজ। ২০১৯ সালের ২৮ নভেম্বর জাহাজটি উদ্বোধন করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button