করোনাজাতীয়

২৪ ঘণ্টায় শাহেদের বিরুদ্ধে হটলাইনে ৯২ অভিযোগ

করোনা টেস্টে নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. শাহেদ ওরফে শাহেদ করিমের বিরুদ্ধে মাত্র ২৪ ঘণ্টায় ৯২ টি অভিযোগ পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তার শাহেদের ব্যাপারে অভিযোগ থাকলে তা জানাতে হটলাইন চালু ও ইমেইল ঠিকানা দিয়েছিল র‍্যাব।
র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, হটলাইন নম্বরে ৭২টি ও ইমেইল ঠিকানায় বিশটি অভিযোগ জমা পড়েছে।

করোনা ভাইরাস পরীক্ষায় জালিয়াতিসহ নানা প্রতারণার অভিযোগে ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‍্যাব। এরপর আত্মগোপন করেন শাহেদ। গত বুধবার সাতক্ষীরা থেকে সাহেদকে গ্রেপ্তার করা হয়। দশদিনের রিমান্ডে শাহেদ এখন গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে আছেন।

এদিকে শনিবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ জানায়, শাহেদ নকল পিপিই ও মাস্কও সরবরাহ করেছে।

ডিবির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন বলেন, ‘আলবার্ট গ্লোবাল গার্মেন্টস ফ্যাক্টরি লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের ঠিকানা ব্যবহার করে পিপিই ও মাস্ক সরবরাহ করছিলেন শাহেদ।

Related Articles

Leave a Reply

Back to top button