জাতীয়

২৪ ঘণ্টার মধ্যে কুরবানি পশুর বর্জ্য অপসারণ: মেয়র তাপস

ঈদুল আজহায় কুরবানি পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 
বুধবার (১২ জুন) সকালে জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন শেষে কথা জানান তিনি।
তাপস বলেন, ঢাকাবাসী ঈদের ২ দিনের মধ্যে কুরবানি সম্পন্ন করলে ভালো হয়। যেহেতু পরিচ্ছন্ন কাজে নিয়োজিত ব্যক্তিরা টানা ৩ থেকে ৪ দিন কাজ করেন, তাই এ আহ্বান জানান মেয়র।
তিনি বলেন, পশুর হাটের ব্যবস্থাপনা ঠিক রাখতে ব্যবস্থা নেয়া হয়েছে। ঢাকাবাসী খুব স্বাচ্ছন্দ্যে কুরবানির পশু হাট থেকে কিনতে পারবেন। কুরবানির পশুর হাটের কারণে নগরে যানজট যাতে না হয় সে ব্যবস্থা নেয়া হয়েছে।
ডিএসসিসি মেয়র বলেন, ৩৫ হাজার মানুষ ঈদগাহে নামাজ আদায় করতে পারবেন। ঈদগাহে সকাল সাড়ে ৭টায় জামাত অনুষ্ঠিত হবে। এবার ঈদে বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে নামাজে যেন বিঘ্ন না ঘটে সে ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি বলেন, জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি নামাজ আদায় করবেন। ঈদের জামাত নির্বিঘ্ন করতে ব্যবস্থা নেয়া হয়েছে। এ ছাড়া নারী ও কূটনীতিকদের নামাজে অংশ নেয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button