সাহিত্য ও বিনোদন
২২ ফেব্রুয়ারি বিয়ে করছেন সৃজিত-মিথিলা!
আগামী ২২ ফেব্রুয়ারি বিয়ে করছেন বাংলাদেশি তারকা মডেল ও অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা ও কলকাতার খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জী। এতোদিন প্রেমের বিষয়টি ছিলো শুধুই গুঞ্জন। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া দিয়েছে বিয়ের খবরও। সোমবার দুপুরে প্রকাশিত খবরে জানা যায়, আসছে বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সৃজিত-মিথিলা। সৃজিত-মিথিলার ঘনিষ্ঠতা শুরু হয় অনর্বের একটি মিউজিক ভিডিওতে কাজ করার পর থেকে। এরপর ফেসবুকের মাধ্যমে যোগাযোগ রক্ষা করেন তারা। নিজেদের মধ্যে অনেক কিছুর মিল খুঁজে পান দুই বাংলার এই দুই তারকা। মিল খুঁজে পাওয়ার পর থেকে আরো বেশি ঘনিষ্ঠ হতে থাকেন তারা। সৃজিত আয়োজিত পার্টিতেও সরব থাকেন মিথিলা। ইতোমধ্যে সৃজিত কাছের বন্ধুদের সাথেও পরিচয় করিয়ে দেন মিথিলাকে। তবে সরাসরি এখনো কেউ মুখ খুলেননি। উভয়ই বলছেন, কেবলই বন্ধু তারা।