বিনোদন

২২ ফেব্রুয়ারি পর্যন্ত আমিই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক: নিপুণ

নিপুণ আক্তার জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনে বাধা নেই।

মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি বিকেলে বিএফডিসিতে এক সাংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নিপুণ বলেন, আদালতের আদেশ অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আমিই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। এ পদে দায়িত্ব পালন করতে আমার কোনো বাধা নেই।’

বলেন, ‘আমি বৈধ সাধারণ সম্পাদক। তাই শপথ নেওয়ার পর যেভাবে দায়িত্ব পালন করছি, সেভাবেই পালন করবেন বলে জানান তিনি।

এদিকে মামলা থেকে সরে যাওয়ার জন্য নিপুণকে হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে বনানী থানায় একটি জিডিও করেছেন নিপুণ।

Related Articles

Leave a Reply

Back to top button