চট্রগ্রামজেলার খবর

২০ ভরি চোরাই সোনা বিক্রির সময় আটক ১

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২০ ভরি স্বর্ণসহ মেহেদী হাসান (২৪) নামের একজনকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ।

রোববার (১৫ জুন) সকালে পৌর এলাকার সড়ক বাজার থেকে তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণগুলো একদিন আগে পৌর এলাকার দুর্গাপুরের একটি বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণের সঙ্গে মিল রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, মেহেদী হাসান নামে এক যুবক স্বর্ণ বিক্রির জন্য ঘোরাঘুরি করছে এমন খবরে তাকে আটক করা হয়। এরপর তার কাছ থেকে ২০ ভরি স্বর্ণালংকার পাওয়া যায়, যা চুরি হওয়া ভুক্তভোগী পরিবার তাদের বলে চিহ্নিত করেছেন। ওই বাড়ি থেকে প্রায় ৪০ ভরি স্বর্ণ চুরি হয় বলে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

তিনি আরো জানান, তদন্ত করে এই যুবকই চুরি করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তবে বিকেল নাগাদ জিজ্ঞাসাবাদে সে নিজে চুরির কথা স্বীকার করছেন না। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত তথ্য জানা যাবে। আটক মেহেদী হাসানের বাড়ি কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামে।

Related Articles

Leave a Reply

Back to top button