জাতীয়

২০ এপ্রিল থেকে চলবে বিশেষ লঞ্চ

ঈদ উপলক্ষে আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশের বিভিন্ন নৌপথে নিয়মিত লঞ্চের পাশাপাশি বিশেষ লঞ্চ চলাচল শুরু হবে। সেই সঙ্গে একই দিন থেকে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) ঢাকায় বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিআইডব্লিউটিএ’র পিআরও মোবারক হোসেন মজুমদার গণমাধ্যমকে জানান, ২০ তারিখ থেকে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে।

সেসঙ্গে তিনি জানান, ঈদের পাঁচ দিন আগে ও পাঁচ দিন পর পর্যন্ত টার্মিনালে লঞ্চের মাধ্যমে কোনও মোটরসাইকেল যাতায়াত করতে পারবে না।

চাহিদা অনুযায়ী ঈদের পাঁচ দিন পর পর্যন্ত এ বিশেষ লঞ্চ চলবে বলে জানান, মোবারক হোসেন মজুমদার।

উল্লেখ্য, লঞ্চ মালিক-শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়েছে, এবারের ঈদে লঞ্চে যাতায়াতকারীদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখানো ও সংরক্ষণ করতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button