
তামাক এমনই এক ক্ষতিকর পণ্য, যা মানুষের জীবনকে তিলে তিলে ক্ষয় করে দেয়। যুগ যুগ ধরে এ কথা প্রচলিত হয়ে থাকলেও, এখন পর্যন্ত কমছেনা তামাকের ব্যবহার। বিশেষজ্ঞরা বলছেন, তামাকমুক্ত বাংলাদেশ গড়তে, তামাকের উপর কর বৃদ্ধি করা জরুরী। তামাক নিয়ে ফারহানা নীলার বিশেষ রিপোর্ট।

২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে সরকার অষ্টম পঞ্চ-বার্ষিকী পরিকল্পনাতেও তামাক নিয়ন্ত্রণ অন্তর্ভুক্ত করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় সংসদে ঘোষিত প্রস্তাবিত ‘২০২২-২০২৩ অর্থ-বছরের বাজেটে তামাকজাত দ্রব্যের মূল্য বৃদ্ধিও হতাশাব্যঞ্জক। কারণ মুদ্রাস্ফীতি ও মাথা পিছু আয়ের হিসেবে তুলনা করলে করলে দেখা যাবে যে, সিগারেটের প্রকৃত মূল্য কমে গেছে।

এ বিষয়ে অধ্যাপক ড. রুমানা হক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও কনভেনর, বিএনটিটিপি, অধ্যাপক ড. রুমানা হক বলেন, ২০২২-২৩ অর্থবছরের বাজেটে সিগারেটের যে মূল্য বৃদ্ধি করা হয়েছে সেটি মুদ্রাস্ফীতি ও মাথা পিছু আয়ের হিসেবে তুলনা করলে করলে দেখা যাবে যে, সিগারেটের প্রকৃত মূল্য কমে গেছে। এটি আমাদের জন্য হতাশাব্যঞ্জক। এতে তরুণ প্রজন্মের মধ্যে তামাক গ্রহণের মাত্রা কমবে না।
তামাক ব্যবহারে বাংলাদেশের অবস্থান:
ঢাকা আহছানিয়া মিশনের দেয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ পৃথিবীতে সবচেয়ে বেশি তামাক ব্যবহারকারী দেশগুলোর মধ্যে অন্যতম। তাদের দেয়া তথ্যমতে,
- ৩৫.৩ শতাংশ (৩ কোটি ৭৮ লক্ষ) প্রাপ্তবয়স্ক মানুষ (১৫ বছর ও তদুর্ধ্ব) তামাক ব্যবহার করে; ১০৯টি দেশের মধ্যে সর্বোচ্চ ধূমপায়ীর দিক থেকে বাংলাদেশের অবস্থান ৯ম;
- কর্মক্ষেত্রসহ পাবলিক প্লেস ও পরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হয় ৩ কোটি ৮৪ লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ।
বাংলাদেশে তামাক ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি ভয়াবহ:
ঢাকা আহছানিয়া মিশনের দেয়া তথ্য অনুযায়ী:
- ২০১৮ সালে তামাকজনিত রোগে প্রায় ১ লক্ষ ৬১ হাজার মানুষ মৃত্যুবরণ করে;
- ২০১৭-১৮ অর্থবছরে তামাক ব্যবহারের অর্থনৈতিক ক্ষতির (চিকিৎসা ব্যয় এবং উৎপাদনশীলতা হারানো) পরিমাণ ৩০ হাজার ৫৬০ কোটি টাকা, অথচ একইসময়ে (২০১৭-১৮) তামাকখাত থেকে সম্পূরক শুল্ক ও মূসক বাবদ অর্জিত রাজস্ব আয়ের পরিমাণ মাত্র ২২ হাজার ৮১০ কোটি টাকা;
- পরিবেশ এবং কৃষকের জীবন-জীবিকার উপর তামাক চাষের বিরূপ প্রভাব ব্যাপক।
তামাকজাত দ্রব্যের কর বৃদ্ধির ব্যাপারে উদ্যোগী করতে হবে: মো. মোস্তাফিজুর রহমান:
ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস-বাংলাদেশের , লিড পলিসি এডভাইজার মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ বছর এনবিআরকে অতিরিক্ত যে ৯ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে সেটি তারা তামাক কর বৃদ্ধির মাধ্যমে অর্জন করতে পারতো। কিন্তু এনবিআর সে সুযোগ গ্রহণ করেনি। এজন্য আগামীতে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয় এর মাধ্যমে অর্থমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয়কে তামাকজাত দ্রব্যের কর বৃদ্ধির ব্যাপারে উদ্যোগী করতে হবে।
তামাক কর বৃদ্ধির কৌশল নির্ধারণে আমাদেরকে আরো কৌশলী হতে হবে : অধ্যাপক ডাঃ গোলাম মহিউদ্দিন ফারুক:
বাংলাদেশ ক্যান্সার সোসাইটির প্রকল্প পরিচালক ও যুগ্ম মহাসচিব, ; অধ্যাপক ডাঃ গোলাম মহিউদ্দিন ফারুক বলেন, জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্যরা যদি তামাক কর নিয়ে জোরালো ভূমিকা রাখেন তবে জাতীয় রাজস্ব বোর্ড চাইলেও তামাক কর বৃদ্ধি কমিয়ে রাখতে পারবে না। এজন্য আগামীতে তামাক কর বৃদ্ধির কৌশল নির্ধারণে আমাদেরকে আরো কৌশলী হতে হবে।
তামাকমুক্ত বাংলাদেশ গড়তে বেশ কিছু উদ্যোগের পরামর্শ :
তামাকমুক্ত বাংলাদেশ গড়তে তামাক কর বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু উদ্যোগের কথা জানান বিশেষজ্ঞরা।
- অ্যাড ভ্যালোরেম এর পরিবর্তে সুনির্দিষ্ট কর পদ্ধতি প্রবর্তন এবং করহার মূল্যস্ফীতি এবং আয় বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে নিয়মিতভাবে বাড়াতে হবে;
- নিম্ন স্তরের সিগারেটের কর ও মূল্য ব্যাপকভাবে বাড়াতে হবে;
- বিড়ির কর ও মূল্য উল্লেখযোগ্য পরিমাণ বাড়াতে হবে যাতে সস্তা সিগারেটের সাথে মূল্য পার্থক্য কমে আসে;
- ধোঁয়াবিহীন তামাকপণ্যের কর আহরণ ব্যবস্থা জোরদার করা এবং একইসাথে প্রমিত প্যাকেট/কৌটা (standardized packaging) প্রচলনের ন্যায় অন্যান্য কর-বহির্ভূত পদক্ষেপ অনুসন্ধান করতে হবে।
- করারোপ প্রক্রিয়া সহজ করতে তামাকপণ্যের মধ্যে বিদ্যমান বিভাজন (ফিল্টার/নন ফিল্টার বিড়ি, সিগারেটের মূল্যস্তর, জর্দা ও গুলের আলাদা খুচরা মূল্য প্রভৃতি) তুলে দিতে হবে;
- সকল ধোঁয়াবিহীন তামাকপণ্য উৎপাদনকারীকে করজালের আওতায় নিয়ে আসতে হবে;
- পর্যায়ক্রমে সকল তামাকপণ্য অভিন্ন পরিমাণে (শলাকা সংখ্যা এবং ওজন) প্যাকেট/কৌটায় বাজারজাত করা;
- একটি সহজ এবং কার্যকর তামাক কর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন (৫ বছর মেয়াদি) করা, যা তামাকের ব্যবহার হ্রাস এবং রাজস্ব বৃদ্ধিতে ভূমিকা রাখবে;
- তামাকপণ্যের ওপর ২৫ শতাংশ রপ্তানি শুল্ক পুনর্বহাল করতে হবে।
বাংলাদেশকে আরো উন্নত করতে এগিয়ে নিতে হবে তরুণ সমাজকে। শিক্ষা ও শিষ্টাচারের পাশাপাশি, থাকতে হবে স্বাস্থগত্যভাবে শক্তিশালী, সাহসী ও উদ্যমী। আর তাই তরুণ সমাজকে এগিয়ে নিতে, এখনই তামাকমুক্ত দেশ গড়তে সব ধরণের উদ্যোগ গ্রহণের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
ফারহানা নীলা,সিনিয়র রিপোর্টার
নিউজ নাউ বাংলা



