২০২৫ সালে সাহিত্যে নোবেল জয়ী হয়েছেন হাঙ্গেরির লেখক লাসলো ক্সাসনাহোরকাইন
২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্সাসনাহোরকাইন ।তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে , তাঁর সুনিশ্চিত ও দিব্য দৃষ্টিপূর্ণ সাহিত্য সম্ভারের কারনে ,’যা এই মহাবিপর্যয় আতঙ্কে র কালে শিল্পের শক্তির কথা।
লেখক লাসলো ক্সাসনাহোরকাই ১৯৫৪ সালে রোমানিয়ার সীমান্তের কাছে দক্ষিণ – পূর্ব হাঙ্গেরির ছোট শহর জিউলাতে জন্ম গ্রহণ করেন।জিউলার মতোই একটি প্রত্যন্ত একটি গ্রামীন অঞ্চল । ক্সাসনাহোরকায়ের প্রথম উপন্যাস সাতানটাঙোর(১৯৮৫ সালে প্রথম প্রকাশিত) প্রেক্ষাপট।
এই উপন্যাসে উঠে এসেছে হাঙ্গেরির প্রত্যন্ত একটি গ্রামের পরিত্যক্ত সমবায় খামারে বাস করা দরিদ্র কিছু মানুষের কথা ।
সমাজতন্ত্রের পতনের ঠিক আগ মুহূর্তে যারা অনিশ্চয়তা ও নিরাশার মধ্যে দিন কাটাচ্ছেন।
সাতানটাঙো হাঙ্গেরির সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টি করেছে।
তাঁর দ্বিতীয় উপন্যাস দ্যা মেলানকেলি অব রেজিসট্যানস( ১৯৮৯ সালে প্রকাশিত , ইংরেজি অনুবাদ ১৯৯৮)পড়ে আমেরিকান সমালোচক সুসান
সোনট্যাগ তাঁকে বলেছিলেন সমসাময়িক সাহিত্যের ‘আ্যপোক্যালিপসের মাস্টার ‘।



