জাতীয়

১৮ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), রাজধানীতে ১৮ কোটি টাকা মূল্যের ৩৪ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তিসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করেছে।

মিরপুরের শাহ আলী থানা এলাকা থেকে মূর্তিসহ তাদের গ্রেফতার করা হয় বলে জানায় র‌্যাব-৪।

গ্রেফতাররা হলেন- মিজানুর রহমান (৪০) ও মো. শহিদুল ইসলাম (৪১)।

বুধবার (১০ ফেব্রুয়ারি) র‍্যাব-৪ এর সহকারী পরিচালক (এএসপি) মো. জিয়াউর রহমান চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় র‌্যাবের একটি দল শাহ আলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৮ কোটি টাকা মূল্যের ৩৪ কেজি ওজনের একটি কষ্টিপাথরের লক্ষ্মী নারায়ণ/মহাদেব মূর্তি, চারটি মোবাইল ফোন ও নগদ ১৪ হাজার ৭০০ টাকাসহ নিম্নোক্ত দুই চোরাকারবারিকে গ্রেফতার করে।

Related Articles

Leave a Reply

Back to top button