জাতীয়

১৭ মার্চ মানিক মিয়া এভিনিউয়ে প্রদীপ প্রজ্বলনঃ নাসিম

সারাবিশ্বে জাতির পিতার আদর্শ প্রতিষ্ঠিত হচ্ছে দাবি করে, ১৪ দলের সমন্বায়ক মোহাম্মদ নাসিম বলেছেন শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে।

২৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে বঙ্গবন্ধু এ্যাভিনিউ আওয়ামীলীগ কার্যালয়ে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দলের মতবিনিময় সভায় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এ কথা বলেন।

এসময়, দলীয় কর্মসূচির অংশ হিসেবে ১ মার্চ বিকেলে শিখা চিরন্তনে নারী ও শিশু নির্যাতন বিরোধী সমাবেশ আয়োজন করা হবে বলে জানান নাসিম।

১৭ মার্চ সন্ধ্যায় মানিক মিয়া এ্যাভিনিউয়ে প্রদীপ প্রজ্বলন করা হবে বলে জানান তিনি। একই সময়ে সকল জেলা, উপজেলা পর্যায়েও অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, সকল দুর্বৃত্তায়নের বিরুদ্ধে বর্তমান সরকার কাজ করছে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোনো নারী ও শিশু নির্যাতন, দুর্বৃত্ততায়ন দেখতে চাই না।

কোনো অপরাধীকে ছাড় দেয়া হয় নাই, ছাড় দেয়া হবে না। দেশ এগিয়ে যাচ্ছে, দেশের অনেক অর্জন তবে নারী ও শিশু নির্যাতনের মতো ঘটনা আমাদের অর্জনকে মলিন করে দেয়। তাই নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলনের মাধ্যমেও সবাইকে সচেতন হওয়ার আহ্বানও জানান নাসিম।

Related Articles

Leave a Reply

Back to top button