Leadজাতীয়

১৬১ আরোহী নিয়ে উড্ডয়নের পর ফিরে এলো বিমান

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ উড্ডয়নের পরপরই পাখির আঘাতে পড়েছে। তবে অভিজ্ঞ পাইলটের তাৎক্ষণিক সিদ্ধান্তে উড়োজাহাজটি নিরাপদে বিমানবন্দরে ফিরে আসে।

শুক্রবার (২৭ জুন) সকাল ৮টা ৩৮ মিনিটে বিজি-৫৮৪ ফ্লাইটটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে। উড়োজাহাজটি ছিল বোয়িং ৭৩৭-৮০০ মডেলের। এতে ১৫৪ জন যাত্রী ও ১০ জন ক্রু ছিলেন।

শাহজালাল বিমানবন্দরের সূত্র জানায়, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই, যখন বিমানটি প্রায় ২ হাজার ৫০০ ফুট উচ্চতায় অবস্থান করছিল, তখন পাখির সঙ্গে সংঘর্ষ ঘটে। বিষয়টি বুঝতে পেরে ক্যাপ্টেন দ্রুত ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং সকাল ৮টা ৫৯ মিনিটে উড়োজাহাজটি নিরাপদে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টেশন ম্যানেজার অপূর্ব দেওয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, “উড়োজাহাজের পাখায় পাখির আঘাত লেগেছিল, তবে এতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। সব যাত্রী ও ক্রু সুস্থ ও নিরাপদ রয়েছেন।”

তিনি আরও জানান, যাত্রীদের যেন নির্ধারিত গন্তব্যে যেতে সমস্যা না হয়, সে জন্য তাঁদের বিকল্প একটি উড়োজাহাজে সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

ঘটনার পর বিমানের নিরাপত্তা প্রটোকল অনুযায়ী বে-১৪ নম্বর এপ্রোনে উড়োজাহাজটি পার্ক করে কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Back to top button