জাতীয়

১৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাজ্য

অভিবাসন আইন ভঙ্গের অভিযোগ

অভিবাসন আইন ভঙ্গের অভিযোগে যুক্তরাজ্য থেকে ১৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে একটি বিশেষ চার্টার ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

কূটনৈতিক সূত্র জানায়, ফ্লাইট HFM851 বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৯টায় লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে ছেড়ে ইসলামাবাদ হয়ে ঢাকায় পৌঁছায়। বাংলাদেশ হাইকমিশনের কনসুলার শাখা জানায়, ফেরত আসা যাত্রীদের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছিল। তাদের মধ্যে কয়েকজন বৈধ পাসপোর্টধারী হলেও কেউ কেউ মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। ফেরত পাঠানোদের মধ্যে নারীও রয়েছেন।

যাত্রী তালিকা অনুযায়ী, তারা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নোয়াখালী ও ঢাকার বাসিন্দা। অন্তত ছয়জনের পেশা অনির্ধারিত ছিল। বাকিরা যুক্তরাজ্যে অবস্থানকালে কেউ ওয়েটার, কেউবা শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন।

সম্প্রতি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ। বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করেই ফেরত পাঠানোর এ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেক বাংলাদেশি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান করেন। যুক্তরাজ্য তাদের নিজস্ব আইনের ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছে, আর ফেরত পাঠানো সেই প্রক্রিয়ারই অংশ।

Related Articles

Leave a Reply

Back to top button