করোনাজাতীয়

১৫ আগস্টের মধ্যে দেশে আসছে ৫৪ লাখ টিকা: স্বাস্থ্যমন্ত্রী

আগামী রোববারের (১৫ আগস্ট) মধ্যে কোভেক্স ও চীন থেকে ৫৪ লাখ করোনার টিকা আসবে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় জাহিদ মালেক বলেন, ৯-১০ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে কোভ্যাক্স থেকে আরও ৩৪ লাখ করোনার টিকা আসবে। চীন থেকে কেনা ১০ লাখ টিকা আসবে, তারা আরও ১০ লাখ টিকা আমাদের উপহার হিসেবে দেবে। সবমিলিয়ে ৫৪ লাখ টিকা আগামী ১৫ তারিখের মধ্যে পাবো।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেসেজ দেয়া হয় টিকার প্রাপ্যতা সাপেক্ষে। বর্তমানে টিকার মজুত কম থাকায় মেসেজ কম পাঠানো হচ্ছে। টিকা আসলে দ্রুত সবাই এসএমএস পাবে।

Related Articles

Leave a Reply

Back to top button