১৫টি জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক ফেডারেশনের যৌথ বিবৃতি

দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধের আহ্বান ও খুলনায় ফুটবল খেলোয়াড় মেয়েদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে দেশের ১৫টি জাতীয় ভিত্তিক সাংস্কৃতিক ফেডারেশন।
মঙ্গলবার (১ আগস্ট) সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক মীর মাশরুর জামান রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিবৃতি জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি চিহ্নিত মহল। ‘৭১এর স্বাধীনতার বিরোধীতাকারী শক্তি, ‘৭৫এর খুনী ও সুবিধাভোগী চক্র এবং ২১শে আগস্টের গ্রেনেড হামলার ষড়যন্ত্রকারীরা ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের নামে হিংসা ও ধ্বংসের রাজনীতির মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতির চাকাকে রুদ্ধ করতে চাইছে বলে বিবৃতি দিয়েছে ১৫টি জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক ফেডারেশন।
বিবৃতিতে আরো বলা হয়, অপশক্তিগুলো মিথ্যা ও উদ্দেশ্যপূর্ণ অপপ্রচারের মাধ্যমে বিদেশীদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে উৎসাহ যোগাচ্ছে। বিবৃতিদাতা সংগঠনগুলো এসব অপকর্মের প্রতিবাদ জানান এবং দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী সব ষড়যন্ত্র প্রতিরোধের আহ্বান জানান।
বিবৃতিতে, খুলনার বটিয়াঘাটায় ৩১শে জুলাই ফুটবল খেলার কারণে মেয়েদের ওপর হামলা ও একজনকে গুরুতর আহত করারও প্রতিবাদ জানানো হয়েছে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিদাতা সংগঠনসমূহ:
১.সম্মিলিত সাংস্কৃতিক জোট
২. বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান
৩. জাতীয় কবিতা পরিষদ
৪. বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ
৫. বাংলাদেশ পথনাটক পরিষদ
৬. বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ
৭. বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা
৮. বাংলাদেশ চারুশিল্পী সংসদ
৯. বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ
১০. বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ
১১. আইটিআই বাংলাদেশ কেন্দ্র
১২. অভিনয় শিল্পী সংঘ
১৩. বাংলাদেশ গ্রাম থিয়েটার
১৪. বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোট
১৫. বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট



