অর্থ বাণিজ্য

১৩ সেপ্টেম্বর থেকে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

সাশ্রয়ী দামে আগামী রবিবার (১৩ সেপ্টেম্বর) থেকে পেঁয়াজ বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ টিসিবি। পেঁয়াজের দাম সহনীয় মাত্রায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে  বলে  জানিয়েছেন  বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দফতরে  এ কথা বলেন তিনি।

পেঁয়াজের দাম খুব শিগগিরই নিয়ন্ত্রণে আসবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী  বলেন, পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ ট্যাক্স কমানো হয়েছে।  এছাড়াও আমরা রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি করবো। এতে শিগগিরই দাম নিয়ন্ত্রণে আসবে।

তিনি আরোও বলেন, বন্যার কারণে পেঁয়াজ সরবরাহে সমস্যা হচ্ছে। এ কারণে বাজারে একটু দাম বেড়েছে। তবে বাজার নিয়ন্ত্রণে মনিটরিং করা হচ্ছে।

কেউ পেঁয়াজ মজুদ বা কৃত্রিম সংকট করে পেঁয়াজের দাম বৃদ্ধির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

Related Articles

Leave a Reply

Back to top button