জাতীয়

১৩ মার্চ ১৯৭১: রাজবন্দীদের মুক্তির লক্ষ্যে “জেল ভাঙ্গা” আন্দোলনের ডাক দেন ভাসানী

১৯৭১ এর ১৩ মার্চ; মওলানা ভাসানী রাজবন্দীদের মুক্ত করার জন্য ‘জেল ভাঙ্গা’ নামে এক আন্দোলনের ডাক দেন।ইয়াহিয়া লাহোরে সর্বদলীয় বৈঠক আহ্বান করেন।কিন্তু ঢাকায় বৈঠক হলে তাতে যোগ দেবেন বলে শেখ মুজিব সম্মতি প্রদান করেন।

এদিকে, সামরিক কর্তৃপক্ষের ১১৫নং মার্শাল ল’ আদেশ জারি হয়। সকল বেসামরিক কর্মচারী যাদের প্রতিরক্ষা খাত থেকে বেতন দেওয়া হয় তাদের ১৫ মার্চ সকালে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয়া হয়। অন্যথায় চাকরি থেকে বরখাস্তের হুমকিও প্রদান করা হয়। এ ধরনের নির্দেশকে উসকানিমূলক বলে অভিহিত করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

মাওলানা

অন্যদিকে পশ্চিম জার্মানির ৬০ জন, জাতিসংঘের ৪৫ জন, ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্সের ৪০ জনসহ মোট ২৬৫ বিদেশিকে ঢাকা থেকে অপসারণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button